গ্রাম পুলিশের প্রত্যেক সদস্যদের যে নাম বা উপাধিতে সম্বোধন করা হোন না কেন তারা স্থানীয় সরকার (ইউনিয়ণ পরিষদ) অধ্যাদেশ ১৯৮৩ এর তফসিল-১ এর ২য় অংশে বর্ণিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং কর্তব্য পালন করবেন।
তাদের দায়িত্ব নিম্নরূপ:
- টহলদারী করা।
- পুলিশকে সহায়তা করা।
- চেয়ারম্যানকে সহায়তা করা।
- পরিষদকে সহায়তা করা।
- অপরাধীদের প্রতি সজাগ থাকা।
- সন্ত্রাসী, দাঙ্গাবাজ, হাঙ্গামাকারী, অগ্নি সংযোগকারী, বিষ প্রয়োগে হত্যাকারী এবঙ আত্মহত্যা সম্পর্কিত তথ্য যথা সময়ে থানায় অবগত করা।
- বিভিন্ন বিষয় তথ্য সরবরাহ করা।
- খাজনা, কর, ফি আদায় করে দেয় ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস