দিন দিন তথ্য ও প্রযুক্তির উন্নতি হচ্ছে। তাই আমাদরে সকলকেই তথ্য ও প্রযুক্তির হাল ধরতে হবে।কারন সময়ের কাজ সময়েই করতে হবে।জ্ঞানীরা বলেছেন সময়ের এক ফোর আর অসময়ের ১০ ফোর এবং গুনিরা এ ও বলেন যে,সময় থাকতে হেটে যাও,আর সময় থাকতে টেনে খাও।
তাহলে কোথাও ঠেকবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস